ফয়সাল আজম অপু :ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী দুরুলকে (৩৯) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রাম হতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুরুলকে আটক করা হয়। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী দুরুল জেলার শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের মো. নাইমুল ইসলামের ছেলে। ডিএনসি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পরিদর্শক মো. রায়হান আহমেদ খান এর নেতৃত্বে এক অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুরুলকে হাতেনাতে আটক করে। এসময় ডিএনসি’র এসআই আসাদুর রহমান ও খন্দকার সুজাত আলী, সিপাহী আল আমিন, হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলাম অভিযানে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুরুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলেও জানান, আনিছুর রহমান খান।