ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতিতে র্যাব-৫ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে ১১ জন জুয়ারীকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। ভোর রাতে দেয়া র্যাবের প্রেস নোটে এ সংবাদ নিশ্চিত করে র্যাব-৫। আটককৃতরা হলেন- তোফাজ্জল (৫৫), শাহিন আক্তার (৫২), নিয়ামুল হক (৫০), রুহুল আমিন (৫০), ইসমাইল হোসেন (৩৬), আঃ করিম (৪৫),রবিউল আলম (৫০), ইদ্রিস আলী (৪১), আবুল কালাম আজাদ (৪২), রবিউল আলম (৩৮) ও তাহির হোসেন (৫৩)। তাদের কাছ থেকে ১০ টি মোবাইলসহ সিমকার্ড, একটি টেলিভিশন, নগদ ৮৩ হাজার ৫৫ টাকাও উদ্ধার করা হয়। প্রেস নোট সুত্রে জানা যায়, টেলিভিশনে আইপিএল খেলা বাজি ধরে ছিলো টাকা দিয়ে। এ সময় আসর বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলছিলো। এমতাবস্থায় র্যাব-৫ এর একটি অভিযানিক দল অভিযান চালায়। জুয়া খেলারত অবস্থায় ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র্যাব-৫ আরোও জানায়; চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।