সত্যনারায়ন শিকদার, পশ্চিমবঙ্গ: আগের থেকে কমেছে দৈনিক সংক্রমণ ৷ তবে উদ্বেগ এখনও কাটেনি ৷ সংক্রমণ প্রতিরোধে কয়েকটি রাজ্য রাতে কারফিউ জারি করেছে ৷ এই পরিস্থিতিতে ১ ডিসেম্বর থেকে নতুন গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ নতুন গাইডলাইন ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে ৷
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছে ৷ যেসব এলাকায় গত কয়েক সপ্তাহে কোরোনা সংক্রমণ বেড়েছে, সেখানে কোরোনাবিধি কঠোর ভাবে যাতে মেনে চলা হয়, তা দেখতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷
গাইডলাইনে বলা হয়েছে, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৷ কিন্তু, কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উৎসব ও শীতের সময় কোরোনা সংক্রমণ বেড়েছে ৷ এই অবস্থায় কোরোনা মোকাবিলায় সচেতন থাকতে হবে ৷ কড়া নজরদারি চালাতে হবে কনটেন্টমেন্ট জ়োনে ৷ পরিস্থিতি অনুযায়ী, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্থানীয় বিধিনিষেধ জারি করতে পারে ৷
স্থানীয় বিধিনিষেধ-
প্রয়োজন অনুসারে রাতে কারফিউয়ের মতো ব্যবস্থা নিতে পারে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷ তবে কনটেন্টমেন্ট জোন ছাড়া রাজ্যজুড়ে কিংবা জেলা, শহরে লকডাউনের সিদ্ধান্ত নেবে না রাজ্য সরকারগুলি ৷ এক্ষেত্রে তাদের আগে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে ৷