ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রহনপুর–আড্ডা আঞ্চলিক সড়কের মাধাইপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নওগাঁর সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত তোবজুলের ছেলে আব্দুল মতিন (৫৫)। এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর (৩৫) ও পিকআপ চালক কাবির (৩২) আহত হয়েছে। গোমস্তাপুর থানার উপপরিদর্শক আজিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার রহনপুর–আড্ডা আঞ্চলিক সড়কের মাধাইপুর নামক স্থানে একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপ আরোহী মতিন ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তার পুত্র ও পিকআপ চালক আহত হয়েছে। আহতদের মধ্যে নিহতের পূত্র আবু বক্করকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত পিকআপ চালক কাবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ট্রাক্টর আটক করলেও চালক পলাতক রয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।