ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মে) বিকেলে রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট- বহরমের ঘোষ পাড়া এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই গৃহবধূ আজহারুল ইসলামের কন্যা আমেনা বেগম (২৫)। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ওই মৃত গৃহবধূ তার পিতার বাড়িতে আত্মহত্যা করে। বাড়ির সকলের আড়ালে নিজ ঘরের তীরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওসি আরোও জানান, ওই গৃহবধূ দীর্ঘদিন থেকে পেটের অসুখে ভূগছিলো। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।