চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই কালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার পাঠানপাড়া মহল্লায় অবস্থিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে এই ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি- পৌর এলাকার নিমতলা মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে সোহেল রানা ইকবাল।এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এক পথচারী ঢাকা বাসস্ট্যান্ড হয়ে পাঠানপাড়া রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে পৌঁছলে সোহেল রানা তার পথ অবরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পথচারীরা চিল্লাচিল্লিতে এলাকাবাসী এসে তাকে ওই ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করে ও ছিনতাইকারী ইকবালকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানার ডিউটি অফিসার মো. জালাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেল রানা ইকবালকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সদর মডেল থানায় সোহেল রানা ইকবালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে