চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে লকডাউনের মাঝে পূর্ব শত্রুতার জের ধরে পাঁচ-ছয় জন কথা কাটাকাটি, ধাওয়া ও এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চর,থাপ্পড় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় রকি নামে এক কিশোর আহত হয়।আহত কিশোর শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের শামিম রেজার ছেলে শাহাদত হোসেন রকি(১৬)।
রকির পরিবার ও স্থানীয়রা জানায়, ৫ জুন শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের ঘোরাপাখিয়ার মতিউর রহমানের ছেলে জুনায়েদ হোসেনসহ দুই তিন জন রকিকে চর থাপ্পড় দেয় ও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আহত করে।পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহাদাত হোসেন রকিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিশোরটির অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের করার নির্দেশ দেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন রাত ১ টার সময় জানান, খবর পেয়েছি এমন ঘটনার। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।