চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বালুবাগান নিবাসী মরহুম সাংবাদিক সৈয়দ নাজাত হোসেনের সহধর্মিণী নাজাত মেরি আর নেই
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের বালুবাগান নিবাসী মরহুম গণমাধ্যম কর্মী সৈয়দ নাজাত হোসেনের সহধর্মিণী সাহিনা নাজাত মেরি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
১৩ জুন রোববার সকালে রাজশাহীতে তিনি মরা যান। মৃত্যু কালে মরহুমার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুকালে মরহুমা নাজাত মেরি সৈয়দ আহসান হোসেন, সৈয়দ আজমাল হোসেন, সৈয়দ আজরাফ হোসেন ও অনন্ত নামে ৪ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী দিলরুবার ভাই বৌ ছিলেন নাজাত মেরি।
ম্যাথরপাড়া মোড়ের টেলিকম ব্যবসায়ী এবং জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মিনার আহমেদের বড় বোন ছিলেন মরহুমা নাজাত মেরি।
মরহুমার জানাযার নামাজ পরে জানিয়ে দেয়া হবে।
মরহুম সাংবাদিক ও সাবেক দৈনিক নবাব এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজাত হোসেনের সহধর্মিণীর মৃত্যুতে বিডিঢাকা ডটকম পরিবার গভির শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..