রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

সোনামসজিদে জুম কনফারেন্সে স্থলবন্দর’র ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জুম কনফারেন্স দেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দর এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। মুজিব বর্ষের অঙ্গীকার, স্থলপথে বাণিজ্যে প্রসার ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দরের ভুমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে বুকে ধারণ করে এবার উদযাপন হল আয়োজন। ১৪ জুন সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় কেক কাটা ও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ডা. শিমুল এমপি বন্দরে বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ করেন। সোনামসজিদ স্থল বন্দরে পানামা পোর্ট লিংক মিলনায়তনে জুম কনফারেন্স টি হয়। এ সময় সোনামসজিদ স্থল বন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। তবে উদযাপনের বিষয়ে গণমাধ্যমকে নিমন্ত্রণ জানানো হয় নি। আলোচনা শেষে স্থল বন্দরে চত্তরে বৃক্ষ রোপন ও শ্রমিকদের মাঝে মাস্ক প্রদান করা হয়। এদিকে ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল এর পক্ষে শিবগঞ্জের কানসাট গোপাল নগর মোড়ে আম চাষি, ব্যবসায়ী, দোকানদার, ভ্যান চালক, ট্রাক চালক ও পথ চারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন শিবগঞ্জের গণমাধ্যম কর্মী হাফিজুর রহমান। এ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কে মাস্ক বিতরণ ও মানুষকে জেলা প্রশাসনের বেঁধে দেয়া নিয়ম পালন করতে উদ্বুদ্ধ করেন হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com