নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এইচএসসি পড়ুয়া এক কলেজছাত্রী।
শুক্রবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশ উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মো. সহিদুল ইসলাম বক্স জানান, ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আবুল কালাম শিকদারের কলেজ পড়ুয়া মেয়ের সাথে পাশ্ববর্তী গ্রামের প্রবাসী এক ছেলের বিয়ের কাবিনের আয়োজন চলছিলো। খবর পেয়ে পলাশের ইউএনওর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার থানা পুলিশের সহযোগিতায় মেয়ের বাড়ি গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেননা বলে মুচলেখা দেন মেয়ের বাবা আবুল কালাম শিকদার।