চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সাগরিকা এলাকায় অনুমোদনহীন কোরবানির পশুর হাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। কোরবানির এ পশুর হাটটিতে ৩০০ গরু কেনাবেচা করতে সক্ষম ছিলো।
রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও বিশেষ ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
চসিক সূত্রে জানা গেছে, সিডিএ গরুর বাজারের পাশেই সাগরিকা রোডে ত্রিপল ও বাঁশ বেঁধে আরেকটি অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর চেষ্টা করছিল স্থানীয় কয়েকজন প্রভাবশালী। চসিকের অনুমতি ছাড়াই প্রায় ৩০০টির মত গরুর রাখার খুঁটি তৈরির কাজ চলছিল সেখানে।
পরে খবর পেয়ে রোববার অভিযান চালায় চসিকের ভ্রম্যমাণ আদালত। একই অভিযানে সাগরিকা রোড, বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, অলংকার মোড়, এ কে খান মোড়, পিসি রোড মোড় ও ডিটি রোড এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়েছে ৬ পথচারীকে।
এসময় ৬টি পৃথক মামলা দায়ের করে ২ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়েছে।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই একটি অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর কাজ করছিল। অভিযান চালিয়ে পশুর হাটটি আমরা উচ্ছেদ করি।