চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের আবাসিক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহহীনসেনা মুক্তিযোদ্ধাকে বাড়ি প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেঅবসরপ্রাপ্ত গৃহহীন সেনা এক মুক্তিযোদ্ধাকে একটি বাড়ি হস্তান্তর করাহয়েছে।এ উপলক্ষে আজ বুধবার দুপুর ১২ টায় বাংলাদেশ সেনাবাহিনীরমুক্তিযোদ্ধাদের আবাসিক প্রকল্পের আওতায় জেলার নাচোল উপজেলারমোমিনপুর গ্রামে অবসরপ্রাপ্ত গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাকে বাড়িহস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশসেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নেরঅধিনায়ক মেজর এনামুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝাল্লু, ৮নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ তারেক রহমান।অনুষ্ঠানে ৪ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ২ রুম বিশিষ্ট, রান্নাঘর, টয়লেট,টিউবওয়েলসহ নির্মিত বাড়ির চাবি প্রদান করা হয় অবসরপ্রাপ্তসৈনিক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদিকল ইসলামের কাছে।