রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

বাংলাদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুললো জাপান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

বাংলাদেশসহ ছয় দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। সোমবার (২০ সেপ্টেম্বর) থেকেই এসব দেশের ভ্রমণকারীরা ফের জাপানে প্রবেশ করতে পারবেন। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে জাপান সরকার। খবর জাপান টাইমসের।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতার কারণে গত জুনে দেশগুলো থেকে ভ্রমণ প্রায় শতভাগ নিষিদ্ধ করে জাপান সরকার। এমনকি এই ছয়টি দেশে অবস্থানকারীদের টিকা নেওয়া এবং জাপানে স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও প্রবেশ নিষিদ্ধ করা হয়।

তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় কড়াকড়ি শিথিল করে ফের প্রবেশাধিকার দিয়েছে জাপান। অবশ্য সেক্ষেত্রে একগুচ্ছ শর্ত দিয়েছে তারা।জাপান সরকারের ঘোষণা অনুসারে, বাংলাদেশসহ ৪০টির বেশি দেশ ও অঞ্চলের ভ্রমণকারীরা জাপানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে। এরপর সরকার নির্ধারিত স্থানে তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তৃতীয় দিন আবারও করোনা পরীক্ষা করাতে হবে। এর ফলাফল নেগেটিভ এলে ১৪ দিন কোয়ারেন্টাইনের বাকি সময়টা নিজ বাড়ি অথবা পছন্দমতো স্থানে সেলফ-আইসোলেশনে থাকতে দেওয়া হবে।

এই কয়টি ছাড়া বাকি দেশগুলো থেকে আগত ভ্রমণকারীদেরও জাপান প্রবেশের পর সেলফ-আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। কোয়ারেন্টাইনের ১৪ দিন ভ্রমণকারীদের গণপরিবহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com