ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চুনারীপাড়া এলাকায় এখলাশের বাড়িতে অভিযান চালিয়ে ৫ সেট ডন প্লেয়িং কার্ড ও জুয়ার ৭ হাজার ২১০ টাকাসহ ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশের একটি চতুর দল। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের চুনারীপাড়া এলাকার এখলাশ (৪৫), শাহ আলম (৪০), শ্রী হরিলাল মন্ডল (৪৭), শ্রী অজিত হলদার (৩৫), শ্রী সন্তোষ হলদার (৫৩), শ্রী শুশিল (৩০), হেলাল (৫০), জাহাঙ্গীর (৩২), জব্বার আলী (২৭), শ্রী বিমল হলদার (৩৬), শহিদুল ইসলাম (২৬), আবুল কাশেম (৫০), জহরুল ইসলাম (৪০)। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি ২০২১খ্রি. মঙ্গলবার রাত পৌণে ১২ টার দিকে শান্তিমোড়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানতে পারে বারঘরিয়ায় এক বাড়িতে জুয়া খেলা হচ্ছে। খবরটি পাবার পর এসআই জালাল উদ্দীন-১, এএসআই জাহিদুল ইসলাম, ইউনুস আলী, মিজানুর রহমান, হাবিবুর রহমান, শহীদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ১৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে সদর মডেল থানা হাজতে প্রেরণ করেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথাও নিশ্চিত করেন তিনি। এলাকাবাসী জানিয়েছেন, চুনারীপাড়ায় এখলাশের বাড়িতে দীর্ঘদিন থেকে জুয়া খেলা হয়ে আসছিল। জুয়ায় হেরে বহু মানুষ আজ এলাকার সর্বশান্ত হয়েছে। পুলিশের এ অভিযানে খুশি এলাকার মানুষ। এ অভিযান অব্যাহত রাখারও আহবান জানিয়েছেন বারঘরিয়া ইউনিয়নবাসী। অবৈধভাবে প্রকাশ্যে জুয়া আইনে আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজুর পর বুধবার কোর্টে প্রেরণ করা হয় ১৩ জুয়াড়ীকে। তারা প্রাথমিক স্বীকার করেছে এখলাশের বাড়িতে জুয়ার আসর নিয়মিত বসাত।