মামলা সূত্রে জানা যায়, শনিবার (১০ জুলাই) সাদিয়া (২৬) নামের ওই গৃহবধূ তার শ্বশুরবাড়ি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী থেকে অটোযোগে বাবার বাড়ি ঘোষপুর ইউনিয়নের চরদৈতরকাঠি যাচ্ছিলেন। দতরকাঠি গ্রামের নান্নু মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী পথরোধ করে গৃহবধূর কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণের চেইন, আংটি ও বালা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ময়না ইউনিয়নের হাটখোলারচর মাদ্রাসার সামনে থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত ছিনতাইকারীরা হলেন বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের জিয়াউর রহমানের ছেলে জিহাদ শেখ (২০) এবং মো. মোতাহের বিশ্বাসের ছেলে মো. রাকিব বিশ্বাস (২১)। অপর ছিনতাইকারী একই গ্রামের মো. মতিয়ার শেখের ছেলে মো. আলামিন (২১) মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মো. আ. মান্নান শেখ বাদী হয়ে শনিবার রাতে দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধন ২০১৯) এর ৪ ধারায় বোয়ালমারী থানায় ওই তিন জনের নামে একটি মামলা করেছেন। মামলা নং ২। আটককৃত দুই ছিনতাইকারীকে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আটককৃত দুই ছিনতাইকারীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।