ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায় গত ০৪ দিন আগে একজন গরিব অসহায় হতদরিদ্র ভ্যান চালকের শেষ সম্বল রিক্সা ভ্যান চুরি হয়ে যায়। হতদরিদ্র ভ্যান চালক শেষ সম্বল ভ্যান হারিয়ে পাগলপ্রায় হয়ে, অনেকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত শিবগঞ্জ থানার মানবিক ওসি ফরিদ হোসেনের দ্বারস্থ হন। পিছন ফিরে আর তাকাতে হয়নি। মহানুভব ওসি নিজ মেধা শ্রম দিয়ে হতদরিদ্র ভ্যান চালকের ভ্যান উদ্ধার করে দিয়ে তার মুখে হাসি ফুটাতে সক্ষম হন। ওসি ফরিদ হোসেন ভ্যান উদ্ধার করতে পেরে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। এবং উদ্ধারে যারা সহযোগিতা করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এধরণের কর্মকান্ড ভবিষ্যতে অক্ষুণ্ণ থাকবে বলেও জানান, শিবগঞ্জ থানার মানবিক ওসি ফরিদ হোসেন তিনি আরও বলেন আমার থানার দরজা ধনী, হতদরিদ্র সবার জন্য উন্মুক্ত। যেকোনো বিপদে নির্দীধায় থানায় আসার আহ্বান জানান।