ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফলিমারীর বিলে যাত্রী ছাওনির কাছে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ । সোমবার (৯ আগষ্ট) ভোর সাড়ে ৪ টার সময় ডাকাতির প্রস্তুতিকালে ফলিমারীর বিলের যাত্রী ছাওনির নিকট রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতেরা হলেন, উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে মোঃ শাহ আলম গান্ডু (২৩), মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মোবারক হোসেন ( ৩০) ও মোঃ সামেদ আলীর ছেলে, মোঃ দুরুল হক ( ৪৫ ) তাদের সকলের বাড়ি একই গ্রামে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।