নিজস্ব সংবাদদাতা : বেগম রোকেয়া বাংলাদেশের নারীদের এগিয়ে যাবার পথ দেখিয়েছেন। বুধবার গণভবন থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।প্রধানমন্ত্রী বলেন, আজকে নারীরা এগিয়ে গেছে অনেক। আমরা চাই বাংলাদেশের নারীরা এভাবেই এগিয়ে যাক। বেগম রোকেয়াই নারীদের এগিয়ে যাবার প্রেরণা দিয়েছেন।এরপর প্রধানমন্ত্রী তার পরিবারে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমার বাবা যখন দেশের জন্য সিদ্ধান্ত নিতেন তখন পিছন থেকে থাকে অনুপ্রেরণা দিতে আমার মা। সব সময় আমার বাবার পাশে মা ছিলেন। তাকে সাহস দিতেন। সবকিছু দায়িত্ব তিনি সামলাতেন। আমার মা যে যুগে জন্মে ছিলেন সেই সময়ে মেয়েদের বেশি পড়ালেখা করতে দিত না। আমার মা জ্ঞানপিপাসু ছিলেন। যারা লেখা করত তাদের তিনি উৎসাহ দিত।বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় কলকাতার সোদপুরে ১৯৩২ সালে।প্রতিবছর তার জন্ম ও মৃত্যু দিবসে রোকেয়া পদ বিতরণ করে বাংলাদেশ সরকার।