তানোর(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর তানোরে মেসার্স অগ্রগামি ফিড ইন্ডাষ্ট্রিজ এলাকার অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে বলে এলাকাবাসি আশাবাদি হয়ে উঠেছে।তবে উপজেলা প্রশাসনের কতিপয় দায়িত্বশীল কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে কারখানার রাস্তা ও পরিবেশ কিছুটা হলেও ক্ষতির মুখে পড়েছে। এতে এলাকাবাসি কিছুটা হতাশ বলে মনে করছে কৃষকরা। জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের ইউপির গাগরন্দ মৌজার বাবুড্যাং গ্রামে প্রায় ৬ বিঘা জমির কৃষিভিত্তিক শিল্প প্রতিস্ঠান মেসার্স অগ্রগামি ফিড কারখানার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এখানে বাণিজ্যিক ভাবে মাছ, হাঁস-মুরগীর খাবার তৈরী ও বাজারজাত করা হবে। এদিকে কৃষিভিত্তিক এই শিল্প কারখানা নির্মাণের খবরে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দিপনার সৃস্টি হয়েছে। কৃষকরা বলছে, কারখানা নির্মাণ সম্পন্ন হলে তারা হাতের কাছেই অল্প দামে মাছ ও হাঁস-মুরগীর ভালমাণের খাবার পাবেন, পাশাপাশি এলাকার প্রায় সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হবে এতে এলাকার অর্থনীতি গতিশিল হবে। এব্যাপারে চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, তাদের এলাকা কৃষি প্রধান এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করা হলে একদিকে কৃষকেরা লাভবান, অন্যদিকে অনেক বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হবে। এব্যাপারে মেসার্স অগ্রগামি ফিড ইন্ডাস্ট্রিজের এমডি মেহের আলী বলেন, তাদের কারখানায় উৎপাদন ও বাজারজাত শুরু হলে এলাকার বিশেষ করে প্রান্তিক কৃষকেরা বেশী লাভবান এবং বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হবে। তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তারা কৃষিক্ষেত্রে আরো বেশী অবদান রাখতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, এটা কৃষিনির্ভর এলকা তায় এখানো আরো কৃষিভিত্তিক কল-কারখানা গড়ে উঠলে কৃষকরা আরো বেশী লাভবান হবেন।