চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামীলীগের প্রবীণ নেতা মঈনউদ্দিন ময়েনকে মারধরের অভিযোগ উঠেছে। গোমস্তাপুর উপজেলা অডিটোরিয়ামের সামনে ঘটনাটি ঘটে সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌণে পাঁচটার দিকে। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে ওই মারধরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সোমবার রাতে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী আওয়ামীলীগ নেতা এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী মঈনউদ্দিন ময়েন ও অভিযুক্ত রফিক বিশ্বাস এবং মুক্তাদির বিশ্বাস একই বংশের। তাদের পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার গোমস্তাপুর উপজেলা অটিটোরিয়ামের সামনে মঈনউদ্দিন ময়েনের উপর রফিক বিশ্বাস, মুক্তাদির বিশ্বাস, সম্রাট বিশ্বাস, খলিল সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অতর্কিত হামলা করে। এসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি স্মার্টফোন কেড়ে নেয়া হয়। এব্যাপারে অভিযুক্ত গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাসের সাথে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে গোমস্তাপুর থানা ওসি দিলিপ কুমার দাস বলেন, মঈনউদ্দিন ময়েন ও রফিক বিশ্বাস একই দল ও বংশের। সাম্প্রতিক রফিক বিশ্বাস কোর্টে মঈনউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে গত সোমবার সমাধানের লক্ষ্যে সমাজসেবা কার্যালয়ে বসলে উভয় পক্ষের মধ্যে সামান্য ধ্বস্তাধস্তি হয়। তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে তবে তারা দুই পক্ষই যেহেতু একই রাজনৈতিক দলের সেহেতু দলীয়ভাবে সমাধানের জন্য চব্বিশ ঘন্টা সময় নেয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে পুলিশ আইনুনাগ ব্যবস্থা নিবে।