ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ এলাকার মহারাজপুর মেলার মোড়ে সাদ্দামের ঔষধের দোকানের সামনে থেকে তাজা ২টি ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল। ১ মে রাত সাড়ে ১১ টার দিকে ককটেল ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন, এস আই রনি সাহা ও এস আই মো.সোহেল রানা, এস আই মো. ফয়সালসহ পুলিশের একটি টিম রাতই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি।