ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে অসহায় দুস্থ পরিবারের মাঝে গ্রামীণ ট্রাভেলস’র চেয়ারম্যান মোখলেসুর রহমান এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ মে শনিবার দুপুর ৩টায় ১ নং ওয়ার্ডের নয়াগোলা আইডিয়াল স্কুলে বিকেল ৪টায়, ২ নং ওয়ার্ডের রংধুনু ক্লাব মাঠে এবং বিকেল সাড়ে ৪ টায় ৩ নং ওয়ার্ডের মহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ হাজার ব্যক্তির হাতে ঈদ সামগ্রী তুলে দেন আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো.শরিফুল আলম,জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দ, ১ নং ওয়ার্ডের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি মো. গুলজার হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,২নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রামীণ ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রাকিব, গ্রামীণ ট্রাভেলস এর জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ছানা সহ ৩টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণ কালে মোখলেসুর রহমান বলেন, গত বছরের এপ্রিল মাস হতে শুরু করে আজ পর্যন্ত করোনা ভাইরাসের এ মহামারীতে কর্মহীন হয়ে পড়া গরীব দুস্থ মানুষ কে তার নিজস্ব উদ্যোগে বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। গতবছর আনুমানিক ৩২ হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করার কথা উল্লেখ করেন মোখলেসুর রহমান। এ রমযানের শুরু হতে বিভিন্ন ভাবে পৌরবাসীর পাশে দাঁড়ানোর চেষ্ঠা করে যাচ্ছি। ঈদকে সামনে রেখে এ মহামারীতেও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পৌরসভার ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আনুমানিক ১৫ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়ার কথা ব্যক্ত করেন।