চাঁপাইনবাগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাগঞ্জে আজ বিকাল তিনটায় পৌর এলাকার সেন্টু মার্কেটের সামনে ও রেলস্টেশন ফলপট্টিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে মুল্যতালিকা টাঙানো না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৩ জন তরমুজ ব্যাবসায়ী কে(৪০০০) চার হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য যে কৃষকের কাছ থেকে খুব অল্পমুল্যে পিস হিসাবে ক্রয় করে অতিরিক্ত দামে বিক্রি করায় আজ বিভিন্ন তরমুজের দোকানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি অফিসার মোঃ কোবাদ আলি, নবাবগঞ্জ সদর থানার এস আই জাহিদ সহ অন্যান্যরা।