ফয়সাল আজম অপু : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ সাদ নামে ১ যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার মো. খাইরুল ইসলামের ছেলে মো. সাদরুল ইসলাম সাদ (২২)। সাদ মোটরসাইকেলের সীটের নীচে বিশেষ কায়দায় সেটিং করে ফেনসিডিল পাচার করছিলেন। তার বাইকটিও আটক করা হয়। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালইর রেল ক্রসিংয়ের পাঁকা সড়কে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজার নির্দেশে পুলিশের একটি দল ১২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে সাদকে আটক করে। প্রাথমিক ভাবে সাদ স্বীকার করেছে সে মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। নাচোলে করোনাকালে পুলিশ মাঠে থেকে কাজ করছে। সরকারি নির্দেশনা মেনে চলতে ও মানুষকে সচেতন করতেও পুলিশ সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন বলেও জানান ওসি সেলিম রেজা।