জোহরুল ইসলাম জোহির,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)ঃ- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসিল্যান্ড কে ঘুষ দেওয়ার চেষ্টায় মফিজুর রহমান(৬৮) কে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই আদেশ প্রদান করেন তিনি। নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম জানান,গত এক সপ্তাহ আগে জমি খারিজ করার জন্য আবেদন করেন মফিজুর রহমান । আবেদন করার পর থেকে খারিজ পাসের জন্য জেলার শিবগঞ্জ উপজেলার বিশ^নাথপুর(আব্বাস) বাজার এলাকার মৃতঃ তোফজুল হকের ছেলে মফিজুর রহমান বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে তদবির করতে থাকে। মফিজুর রহমান কে এ বিষয়ে বারবার তদবির না করার জন্য এসিল্যান্ড খাদিজা বেগম অনুরোধ করেন। কিন্তু মফিজুর রহমান অনুরোধ না শুনে মঙ্গলবার বেলা ১১ এগারটার দিকে উপজো ভূমি অফিসে এসে, আমার অফিস রুমে আমাকে উৎকোচ দেওয়ার চেষ্টা করে। এই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশে সোপার্দ করা হয়। নাচোল থানার এসআই গোলাম রসুল তাঁকে গ্রেপ্তার করে নাচোল থানা হাজতে নিয়ে যান। নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম আরো জানান,ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। আমার অফিসের কোন কর্মকর্তা যদি ঘুষের সাথে আপোস করে তা যদি প্রমানিত হয় তাহলে তাঁরও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ যদি ঘুষ প্রদান করার চেষ্টা করে তা হলে একই অবস্থা হবে। প্রতিটি ভূমি অফিস কে আমি ঘুষ মুক্ত করতে চাই। ঘুষ ছাড়াই জনগনের সকল কাজ বাস্তবায়ন করা হবে। জমি খারিজ কিংবা মিস কেস অথবা অন্য কোন কাজের জন্য কাউকে ধরা লাগবেনা। কাগজ পত্রাদি ঠিক থাকলেই তা সরকারি নিয়মেই বাস্তবায়ন হয়ে যাবে।