ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটের হাসপাতাল ঘাট কোথানীপাড়া নতুন ব্রিজের পাশে পাগলা নদীতে সোমবার (১৫ মার্চ) বিকাল ৪টার সময় বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে আতিফ মোহাম্মদ নিহাল (১৮) নামে এক কলেজ ছাত্র ডুবে মারা যায়। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ/২১ এর হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এবং গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের স্কাউট সহায়ক ছিলো। নিহত আতিফ মোহাম্মদ নিহাল (১৮) সদর উপজেলার পৌর এলাকার পুরাতন বাজার কাপড়পট্টি দাউদপুর রোডের মোঃ সানাউল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সদর উপজেলা স্কাউটিং এর সভাপতি মোঃ নাজমুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক রুবেল মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ দিন ব্যাপি স্কাউটিং শুরু হয়ে ৪র্থ দিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পার্শ্ববর্তী শিবগঞ্জ থানাধীন পাগলা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে চোরাবালিতে পড়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করে নিহাল (১৮)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মিন্টু রহমান জানান, পাগলা নদীর যে জায়গায় নিহাল ডুবে মারা যায় সেটা শিবগঞ্জ থানার মধ্যে তাই মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছি। অপরদিকে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ হোসেন মুঠোফোনে জানান, সদর ইউএনও ও তার পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহালের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।