ফয়সাল আজম অপু :জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পৃথক দু’টি অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকেল সোয়া ৪টায় প্রথম অভিযানে রামচন্দ্রপুরহাট কলেজপাড়া হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়। ১ম অভিযানে আটক ২ জন হলো-সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ মিজানুর রহমান মেজুর ছেলে বেনজির আহমেদ (৩৩) ও একই গ্রামের মোঃ টিপু সুলতানের ছেলে মোঃ সামিউল আলিম হিমেল (২০)। একইদিন বিকেল সাড়ে ৫টায় সদর থানাধীন মহারাজনগর গ্রাম হতে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সদর উপজেলার জয়ন্দিপুর, সুন্দরপুর গ্রামের এনামুল হকের ছেলে মোঃ মোমিন আলীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।