চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামস্থ পূর্বপাড়া বাহাদুরপুর মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে ২টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১১ রাউন্ড পিস্তলের গুলিসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪০)। আটককালে তার কাছ থেকে , ১টি মোবাইল ফোন, ২টি সীম কার্ড ও ১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।