ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি ট্রাকে করে ৪০ থেকে ৫০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বুধবার রাত ১০টায় ছেড়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি দ্রুত ঘটনা স্থলে গিয়ে ট্রাকটিকে আটক করে। আটকের সময় বেশ কিছু যাত্রী পালিয়ে গেলেও ট্রাক সহ ২১ জন যাত্রী কে আটক করা হয়। আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকে করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দ্রুত সেখানে গিয়ে ট্রাক সহ ২১ জনে আটক করি বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মোট ৮ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।