সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম ভ্যাকসিন গ্রহন করলো মঞ্জুরুল হাফিজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫১ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা সংক্রমন রোধে কভিড-১৯, প্রতিরোধক ভ্যাকসিন গ্রহন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জরুল হাফিজ। রোববার (৭ ফেব্রুয়ারী ২০২১খ্রি.) সারাদেশে একযোগে এ কর্মসূচীর সূচনা করা হয়। সারাদেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যতিক্রম হয়নি। সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জেও কভিড-১৯ প্রতিরোধক, ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন; দেবেন্দ্রনাথ ওড়াঁও,অতি. জেলা প্রশাসক, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী,জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,জেলা স্বাচিপের সভাপতি ডা. দুরুল, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী,মেডিকেল অফিসার ডা. রাফিকুল ইসলাম,ইপিআই ইলিয়াস আলী,স্বাস্থ্য পরিদর্শক ইউসুফ আলী,আ. খালেক প্রমুখ। আজকে জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ভোলাহাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স,গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়া হবে। পহেলা দিনে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে ১১৬ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে নিশ্চিত করে ডা. জাহিদ নজরুল চৌধুরী। ডা. আ. মাতিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মো. আমিরুল, জেলা ইপিআই কর্মকর্তা। ডা. আ. সালাম, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক। এর পর ভ্যাকসিন নেন জেলা আ’লীগ সহ-সভাপতি আল. রুহুল আমিন। তিনিও জনসাধারণকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান জেলাতে প্রথম ভ্যাকসিন নিয়ে জেলা প্রশাসক প্রতিবেদককে জানায়; আমাকে সরকার জেলার দায়িত্ব অর্পণ করেছে। সরকারের ভালো উদ্বেগ একটি কুচক্রী মহল নষ্ট করতে চাচ্ছে। ভ্যাকসিনের নামে গুজব ছড়াচ্ছে। জেলার দায়িত্বশীল ব্যক্তি হিসেবে; আমি ভ্যাকসিন নিলাম। যাতে জেলাবাসী ভ্যাকসিনের উপর আস্থা রাখেন। অপরদিকে জেলা ইপিআই অফিসার নিশ্চিত করেন প্রতিদিন ১২০০জন টিকা নিতে পারবেন রেজিস্ট্রেশন পূর্বক, তাছারা এর বাহিরে কেউ চাইলেও বিবেচনা করে দিবেন বলে নিশ্চিত করেন। এ কার্যক্রমে বিশেষ সহযোগীতায় রয়েছে সেস্ছাসেবী সংগঠন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট’র ৩২ কর্মী, এর ভেতর মেল ও ফেমেল ওয়ার্ড এ বিভক্তি হয়ে ৩২জন, সেচ্ছাসেবী কাজ করছেন, কর্তৃপক্ষ প্রতিবেদককে নিশ্চিত করেন, মো. শামীম রেজা ও সুমাইয়া ইসলাম’র নেতৃত্বে ৩২জন টিকা দান কর্মসূচীর সহযোগী হিসেবে সেচ্ছা সেবক হিসেবে নিয়োজিত থাকবেন, জেলা হাসপাতালে এমনি নিশ্চিত হওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com