ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট ৩২ জনের মৃত্যু হলো। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন সদর উপজেলার রোজলি বেগম (৭৫), সাকেরা বেগম (৫০) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একরামুল হক (৭০)। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন করোনা পজিটিভ এবং একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তারা চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবেটিকসহ অন্যান্য রোগেও ভুগছিলেন তারা। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩১টি স্যাম্পল র্যাপিড এন্টিজেন টেস্ট করে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যা পরীক্ষার প্রায় ৩৪%। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ১ হাজার ১১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।