ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে মোবাইলে জ্বীনের বাদশা সেজে বিভিন্ন লোভে ফেলে সাধারণ মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের এক সহযোগী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি প্রতারক চক্রের সহযোগী ভোলার বোরহানউদ্দীন উপজেলার ফুলকাচিয়া গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে জসিম উদ্দিনকে (৪৪) আটক করে। এ তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি জানায়, জ্বীনের বাদশা সেজে এই প্রতারক চক্র সারাদেশে বিভিন্ন মানুষকে অর্থবিত্তের লোভ দেখিয়ে টাকা নিতো ও প্রতারণা করতো। এতে দেশের ও প্রবাসের অনেকেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এনিয়ে সদর মডেল থানায় ৯ সেপ্টেম্বর করা প্রতারণার শিকার একজনের মামলায় তাকে জেলা শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে প্রতারক চক্রের সহযোগী জসিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত জ্বীনের বাদশা প্রতারক চক্রের ৬ জনকে আটক করা হয়েছে বলে জানায় সিআইডি।