শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে আবারও ৪৭ টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১৫৯ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা মার্কেটে ৫৯ বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দলের অভিযানে ৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। ১৩ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শিবগঞ্জ পৌরসভা মার্কেটের বিভিন্ন দোকানে টাস্কফোর্সের অভিযানটি পরিচালনা করা হয়। জানাগেছে, ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবি-এমএস এর নেতৃত্বে ২৭ জন বিজিবি সদস্য, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বি এবং ৪ জন আনসার সদস্যর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান টি চালায়। অভিযানে মোবাইলের দোকান থেকে বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই ৪৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মোবাইল ফোনগুলো বিজিবি’র জিম্মায় হস্তান্তর করা হয়। টাস্কফোর্সে উদ্ধার মোবাইল ফোন সেটগুলো মাদকদ্রব্যের সাথে ধ্বংস করা হবে। এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি মোবাইল ফোনসেট উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আমীর হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com