চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ’র আহ্বানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বুধবার দুপুরে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের আজমতপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো. আশরাফ হোসেন নেতৃত্বে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের বাগিচাপাড়া নামক স্থানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ’র সাথে এ পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ’র ইন্সপেক্টর রনজিত সিং বলেন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের রাখালরা গরু চরায় এবং রাতের আঁধারে চোরাকারবারীরা মাদক দ্রব্য আনার উদ্দেশ্যে ভারতীয় ভূমিতে প্রবেশ করে। এবিষয়ে বিজিবি বিওপি কমান্ডার মো. আশরাফ হোসেন বলেন, বাংলাদেশীরা অবৈধভাবে ভারতের অভ্যন্তরে যাতে প্রবেশ করতে না পারে সেবিষয়ে বিজিবি সজাগ রয়েছে। এছাড়াও মাদক চোরাকারবারীর বিরুদ্ধে বিজিবি তৎপর আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিএসএফ’কে আশ্বস্থ করেন তিনি।