ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর আদর্শগ্রাম ডাঃ আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের দর্শক গ্যালারির নিচে থেকে মাদক সেবনের দায়ে ১২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ডালিবাড়িয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে কামরুল হাসান (৩০), শিয়ালা কলোনীর খোরশেদ আলমের ছেলে আজিজুল হক (৪২), গনকা এলাকার সাদেকুল ইসলামের ছেলে মাসুদ রানা (২০), বারঘরিয়া নতুন বাজারের মৃত ফনি হালদারের ছেলে শ্রী প্রান কুমার হালদার (৪৫), নাখেরাজপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে জাহাংগীর হোসেন (৩৮), আরামবাগের মৃত তাইফুর রহমানের ছেলে মোসলেম আলী (৫২), ধুমিহায়াতপুরের মৃত রামচন্দ্র সিংহ’র ছেলে শ্রী তুষার (২৪), কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়ার মৃত মাইনুল ইসলামের ছেলে সেলিম উদ্দিন (৪৫), মহারাজপুর বাজারপাড়ার মৃত মোস্তফার ছেলে জাবেদ আলী (৩৩), মসজিদপাড়ার মৃত আনছার আলীর ছেলে সাইদুর রহমান (৫২), কালিতলার মৃত বাছির উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৫২) ও মসজিদ পাড়া বালুবাগানের মৃত শমসের আলীর ছেলে ইব্রাহিম (৪১)। রবিবার দুপুরে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল পৌর এলাকার রেহাইচর আদর্শগ্রাম ডাঃ আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের উত্তর পশ্চিম পাশে দর্শক গ্যালারির নিচে অভিযান চালায়। এসময় মাদক সেবনের দায়ে ১২ জনকে আটক করা হয়। এ সময় হেরোইন, গাঁজা, গাঁজা খাওয়ার কলকী, কেচি, পাইপ, গ্যাসলাইট উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।