ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন “সিএনপিআই” এর উদ্যোগে জেলার সদর উপজেলার বারোঘরিয়া, চামাগ্রাম, সোনারমোড়, রেল স্টেশন বস্তি, আরামবাগ, আজাইপুর সহ বিভিন্ন এলাকায় প্রায় ২০০ টি গরিব, অসহায় পরিবার, এতিম পথশিশু ও পাগলের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) ইফতার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, সংগঠনটির সহ-সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল আলম, সদস্য রাশিদুল হাসান, মোক্তাদেরুল হক, ওয়ালিদ হাসান, নাইম হোসেন প্রমূখ। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আতিকুল ইসলাম জানান, বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন সময়ে যতটুকু সম্ভব আমরা অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি। আগামী দিনগুলোতেও অসহায় মানুষের পাশে থাকতে চায় আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন। তাই বিভিন্ন দাতা গোষ্ঠির সহায়তা কামনা করেন। সেই সাথে তিনি অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান। সিএনপিআই’র এই ঈদ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা করেছে জেলার নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন দাতা ও সমাজসেবক। প্রতিটি ঈদ উপহারের সাথে রয়েছে সাধারন সেমাই, লাচ্চা সেমাই, চিনি, পাপড়, নুডলস, বুন্দিয়া, মুড়ি ও আতব চাউল।