ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় সদর উপজেলার আমনুরা হতে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেরোইন ব্যবসায়ী-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা টংপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৫)। রবিবার দিবাগত রাত ৯টায় পাঠানো এক প্রেসনোটে র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে রোববার বিকেল ৩টায় আমনুরা হতে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ শরিফুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।