মো.হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৮oo গ্রাম হেরোইন সহ মো.নাজির ইসলাম(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।আটক মাদক ব্যবসায়ী জেলার সদর থানাধীন গোঠাপাড়া গ্রামের মো.এবরান আলী ও সেতারা বেগমের ছেলে।র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের একটি আভিযানিক দল আজ (১১ এপ্রিল ) দুপুর ১২.৩০ মিনিটে জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের জনৈক দুলাল হোসেনের আম বাগানের সামনে অভিযান চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ দুলাল হোসেন কে আটক করে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।