বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদরে ও ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এর মধ্যে সদর উপজেলার ৮ হাজার ১’শ জন এবং ভোলাহাট উপজেলার ৫শ জন কৃষক এ সুবিধা পান। বৃহস্পতিবার(১০ নভেম্বর) সকালে সদর উপজেলা হলরুমে এক আয়োজনের মধ্যদিয়ে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিবৃন্দ।
অপরদিকে ভোলাহাটে ২০২২ – ২০২৩ অর্থ বছরে রবি / ২০২২-২৩ মৌসুমে গম ভুট্টা, সরিষা, চিনা বাদাম শীতকালিন পেঁয়াজ, মুগ, মুসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহষ্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। উপজেলার গম ৪৫০, ভুট্টা ৩০, সরিষা ১৭০০, চিনাবাদাম ১০ জন, পিয়াজ ১৫, মুগ ডাল ৪০, মসুর ডাল ১৫, খেসারি ডাল ২৮০জনকে বীজ ও সার ,৫’শ জনকে সবজী বীজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণ করা হয়।