চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাংলাদেশ আওয়ামী লীগ ১৩ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত
রিপোর্টারের নাম
আপডেট টাইম :
শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
২৯১
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : আজ শুক্রবার বিকেলে রেহাই চর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।
১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসাহাক আলী মাস্টারের সভাপতিত্বে সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।