মোঃ হারুন অর রশিদ:জয়পুরহাটে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।নিহতেরা সবাই বাসের যাত্রী।আজ শনিবার সকাল ৭ টার দিকে জেলা সদরের পুরানপৈল রেলগেটে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে।জয়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,জয়পুরহাট থেকে ছেড়ে আসা পাঁচবিবি গামী বাধন পরিবহনের একটি বাস(বগুড়া ঝ ১১-০০০৮) পুরানপৈল রেলগেট পার হবার সময় রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে গিয়ে পড়ে।খবর পেয়ে স্হানীয় প্রশাসন,বিজিবি ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,ঘটনাস্হল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।দূর্ঘটনার সময় গেট খোলা ছিল এবং গেটম্যান ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।দূর্ঘটনার পর থেকে ৮ জেলার সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শেষ খবর পাওয়া পযর্ন্ত (বেলা ১২) উদ্ধার তৎপরতা চলছিল।