বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

নওগাঁ পৌর নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৯০১ বার পঠিত

ফাহিম ফরহাদ, বিশেষ প্রতিবেদকঃ নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নওগাঁয় পৌঁছলে তাকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। পরে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রায় করে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করা হয়। এছাড়াও দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নৌকার মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা বলেন, আমাকে নওগাঁ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান করায় আওয়ামী লীগের সভাপতি ও মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। এসময় তিনি মনোনয়ন বাের্ড়ের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন নির্বাচনে আমি জিতলে নওগাঁবাসী জিতবে। তাই নওগাঁ শহরকে মাদক, সন্ত্রাসমুক্ত ও আধুনিক ডিজিটাল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার আমার। ৩০ জানুয়ারীর পৌর নির্বাচনে নৌকার বিজয়ের জন্য দলের সকল নেতা-কর্মী-সর্মথক ও পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইলিয়াশ তুহিন রেজা,সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম তোতা,ইসতিয়াক আহমেদ এমরান,শাহ পরান নয়ন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুলস্নাহ সিউলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com