বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মু: জিয়াউর রহমান।
আজ ১মার্চ বুধবার সারাদিন নাচোল উপজেলাধীন কসবা ইউনিয়নের কসবা হাটখোলা হতে পুকুরিয়াচন্ডী রাস্তা, পূর্বচন্দনা হতে বিজলীপাড়া রাস্তা, ফতেপুর ইউনিয়নের কালইর বটতলা হতে মল্লিকপুর জিসি (চকপুত্তম R&H) বিষ্ণপুর রাস্তা ও নাচোল সদর ইউনিয়নের গোপালপুর জামে মসজিদ পাকা রাস্তা হতে তরিকুল এসপির বাড়ী পর্যন্ত রাস্তা পাকাকরন কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন; নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের জামাল উদ্দিন মন্ডল, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুল নাইম মুন্নী, নাচোল পৌরসভার প্যানেল মেয়র তারেক আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।