নিজস্ব সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে তাঁর পাসপোর্ট নবায়ন হয়ে পরিবারের হাতে পৌঁছেছে। এখন সরকারের অনুমতি পেলেই যেকোনো সময় তাঁর ফ্লাইট হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য বেগম জিয়া লন্ডনেই যাচ্ছেন। তাঁর সংগে যাঁরা সেখানে যাবেন, তাঁদের একটি তালিকাও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় বেগম জিয়া’র ভাই শামীম ইস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতিমা, বোন সেলিমা ইসলাম, গৃহকর্মী ফাতেমা, একজন চিকিৎসক এবং বিএনপি’র কয়েকজন নেতার নাম রয়েছে। তবে এরমধ্য থেকে দু’য়েকজন বাদ পড়তে পারেন।
বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম জিয়া’র বিদেশ যাওয়ার জন্য চার্টার্ড ফ্লাইটসহ যাবতীয় আয়োজন এবং তার ব্যয় সংস্থানে মূল ভূমিকা পালন করছেন দলের কয়েকজন শুভাকাঙ্ক্ষী। দলের পক্ষ থেকেই বিষয়টি সমন্বয় করা হচ্ছ বলে নিশ্চিত করেছে সূত্রটি।