রিমন পালিত : বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ছাত্রদলের ১৩ টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । ৪ ডিসেম্বর শুক্রবার মোঃ আশরাফুল আমিন ফরহাদকে সভাপতি ও অমিত ভূষণ তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয় । ঘোষিত কমিটিগুলোর মধ্যে ৭ উপজেলা, ৩ টি কলেজ, ২ পৌর শাখা, ও ১ টি সাংগঠনিক শাখা রয়েছে। অনুমোদিত কমিটিগুলো হলো সদর উপজেলা, বান্দরবান পৌর শাখা, নাইক্ষ্যংছড়ি উপজেলা, লামা উপজেলা, আলীকদম উপজেলা, রুমা উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, থানচি উপজেলা, লামা পৌর শাখা ও আজিজ নগর সাংগঠনিক শাখা। বান্দরবান সরকারি কলেজ, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রী কলেজ, লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ। কমিটির অনুমোদনের ভিত্তিতে ২১ সদস্য র আহ্বায়ক হিসেবে উচি মং মারমা ও আনোয়ারুল ইসলাম মামুনকে সদস্য সচিব, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ সরকারী কলেজের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল ও সদস্য সচিব মোঃ মঞ্জুর, মাতামুহুরী ডিগ্রী কলেজের আহ্বায়ক হিসেবে শাহাদাত হোসেন ও নাজিমুদ্দিন জনিকে সদস্য সচিব, বান্দরবান সদর উপজেলার আহবায়ক উবাচিং মারমা ও সদস্য সচিব সোফায়েত হোসেন তারেক , বান্দরবান পৌরসভার আহ্বায়ক মিথুন কান্তি দাশ ও সদস্য সচিব কাউছার ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলার আহবায়ক জিয়াবুল হক ও সদস্য-সচিব মামুনুর রশিদ, লামা উপজেলায় আহ্বায়ক হিসেবে মনিরুল ইসলাম তুহিন ও ইয়াসিন আরাফাত বুলবুলকে সদস্য সচিব, আলীকদম উপজেলার আহ্বায়ক হিসেবে নুরুল সাফা ভূঁইয়া বাবু ও সদস্য সচিব তোফাজ্জল হোসেন টিপু , রুমা উপজেলার সিংমং হ্লা মারমা আহবায়ক ও সদস্য-সচিব রুয়াল জাখুম বম , লামা পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ-আল-নোমান কে আহ্বায়ক ও সদস্য সচিব মোঃ গোলাম সরোয়ার, রোয়াংছড়ি উপজেলার উত্তম তঞ্চঙ্গ্যাকে আহবায়ক ও মংক্য মারমাকে সদস্য সচিব, থানচি উপজেলার তুইয়া মুরং আহবায়ক ও হেরি ত্রিপুরাকে সদস্য সচিব, আজিজ নগর সাংগঠনিক শাখায় মোঃ মোবারক হোসেন কে আহ্বায়ক ও আনোয়ারুল হক মাসুমকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেওয়া হয়।