নিউজ ডেস্ক : স্বাধীনতা দিবসে শুক্রবার (২৬ মার্চ) মোদিবিরোধী বিক্ষোভকালে সংঘর্ষে ‘প্রাণহানি’র অভিযোগ তুলে এর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ২৯ মার্চ সারা দেশে এবেং ৩০ মার্চ মহানগরে বিক্ষোভ করবে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘শুক্রবার দেশে যা ঘটেছে, তা ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এসব করছে।’
এর আগে বেলা ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়।