নিজস্ব সংবাদদাতা : জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার রাতে তাকে সেখানে নেওয়া হয়।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার দিবাগত রাতে সাংবাদিকদের বলেন, আমি শুনেছি, তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তবে সেখানে ভর্তি হওয়া বিশেষ কিছু না। আগামীকাল (শুক্রবার) বিস্তারিত জানতে পারবেন।
সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি সিএমএইচে নিয়মিত চিকিৎসা নেন। নিয়মিত সেখানে যান। তবে আজ শারীরিকভাবে খারাপ অবস্থা হয়েছে, এমন কিছু শুনিনি।তবে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, শুক্রবার বিস্তারিত জানা যাবে।