মোঃ হারুন অর রশিদঃ পৃথক তিনটি অভিযানে ৫ কেজি ৮৫০ গ্রাম গাঁজা সহ ৯ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। প্রথম অভিযানে র্যাব-৫,রাজশাহীর সিপিসি,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল বিকেল ৫.৩৫ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম দাখিল মাদ্রাসার টয়লেটের সামনে অভিযান চালিয়ে ২ কেজি ৮৫০ গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।এরা হলো গোদাগাড়ী থানাধীন ধাতমা গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে,সুরুজ্জামান ওরফে টুটুল (৩২),বাঙ্গাবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আল আমিন ওরফে সুজন (৩০) ও একই গ্রামের নুরমোহাম্মদের ছেলে,সাইফুল ইসলাম (২৫)। দ্বিতীয় অভিযানে র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল রাত্রি ৮ টার সময় রাজশাহী মহানগরীর কর্নহার থানাধীন তুবাপুর এলাকায় অপারেশন চালিয়ে ২ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।এরা হলো মহানগরীর দামকুড়া থানাধীন ধুতরাবন এলাকার আব্দুর রশীদের ছেলে শামীম ইসলাম (২২),পবা থানাধীন আলিমগঞ্জ এলাকার মোঃ আসাদুজ্জামানের ছেলে মোঃ বেলাল উদ্দিন (২৭) ও মহানগরীর কর্নহার থানাধীন তুরাপুর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী মোসাঃ হিরা বেগম (৩৮)। অপর অভিযানে র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রাত্রি ১০.৩০ মিনিটে জেলার সদর থানাধীন কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।এরা হলো,জেলার সদর থানাধীন দূর্গাদহ এলাকার খলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮),পাইকোর ডারিয়া গ্রামের আলতাব ফকিরের ছেলে মোঃ আসলাম ফকির (৩৬) ও পশ্চিম পারুলিয়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে, মোঃ রায়হান ইসলাম (৩৮) কে হাতেনাতে আটক করে।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।