বিডি ঢাকা ডেস্ক
দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে শাহজামাল নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে অনানুমোদিত ৪০০ বস্তা ধান মজুদ রাখার এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালদের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা খাদ্য কর্মকর্তা ইউনুস আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও রফিকুল ইসলাম জানান, বাজারে কৃতিম সংকট সৃষ্টি ও ভোক্তার অধিকার ক্ষুন্ন করে অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ রাখার কোনো সুযোগ নেই। অর্থদণ্ডিত ব্যবসায়িকে মজুদকৃত ধানগুলো বৃহস্পতিবার বিকেলের মধ্যে বাজারজাত করতে বলা হয়েছে, অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।