বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

টেকনাফে তরমুজের আকাশছোঁয়া দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বার পঠিত
টেকনাফে তরমুজের আকাশছোঁয়া দাম
ফাইল ফটো
টেকনাফ সংবাদদাতা : টেকনাফ উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করে তরমুজের দাম অস্বাভাবিক বেড়েছে। সরকারিভাবে তরমুজের দাম নির্ধারণ না থাকায় দোকানিরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন। এতে তরমুজ কিনতে গিয়ে চরম বিরক্ত সাধারণ মানুষ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানের ফুটপাত অবৈধভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী তরমুজ সাজিয়ে রেখেছেন। এর মধ্যে দেশি তরমুজসহ বিভিন্ন জাতের তরমুজের সংখ্যাই বেশি। পাকা তরমুজের পাশাপাশি গাছ থেকে ছিঁড়ে আনা আধা-পাকা তরমুজও রাখা হয়েছে। তবে সেগুলো মজুদের পাশাপাশি কেমিক্যালের মাধ্যমে পাকানোর পর বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ।
ছোট সাইজের একটি তরমুজ ৫০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আবার মাঝারি সাইজের প্রতি পিস ১৫০ টাকা থেকে ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের প্রতি পিস তরমুজ ৩০০-৪০০ টাকা থেকে সুযোগ বুঝে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। তবে বাজারের এসব তরমুজ অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো ও নিম্নমানের বলে স্থানীয়দের অভিযোগ।
টেকনাফ পৌর শহরের বাজারে তরমুজ কিনতে আসেন ইসমাঈল নামের এক ব্যক্তি। তিনি বলেন, কিছুদিন আগেও যে তরমুজের দাম ছিল ১০০-১৫০ টাকা, রমজান শুরু হতে না হতেই এখন সেই তরমুজ ২৫০-৩০০ টাকা দাম হাঁকানো হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, তরমুজ ব্যবসায়ীদের কোনও ধরনের তদারকি না করায় ব্যবসায়ীরা নিজেদের মতো দাম আদায় করে নিচ্ছেন। এতে আমাদের মতো নিম্ন আয়ের রোজাদার লোকেরা দিশেহারা হয়ে পড়ছেন।
টেকনাফ বাস স্টেশন বণিক কল্যাণ সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী নেতা বলেন, বাস স্টেশন এলাকার ফুটপাত দখল করে গাড়ির কাউন্টার, ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। সুযোগ বুঝে যে যার মতো রোজদারি গ্রাহকদের কাছ থেকে তরমুজের দাম আদায় করে নিচ্ছেন। এসব বিষয় দেখার কারও যেন দায়িত্ব নেই।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন, বাজার মনিটরিংয়ের জন্য একটি দল কাজ করে যাচ্ছে। প্রথম রোজার দিন আটটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মূল্যতালিকা না থাকলে যে কাউকে যেকোনও সময় আইনের আওতায় আনা হবে। কাউকে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com